আজ শুক্রবার, ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জনগণ কে পাটপণ্যে আকৃষ্ট করতে মেলার কোন বিকল্প নেই: বস্ত্র ও পাট মন্ত্রী

নবকুমার:

পাটের হারানো গৌরব ফেরাতে জনগণকে পাট জাত পণ্যে আকৃষ্ট করতে মেলার কোন বিকল্প নেই বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।

বৃহষ্পতিবার (৭ ই মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুই দিন ব্যাপী পাট মেলার সমাপনী অনুষ্ঠানের ভাষণে মন্ত্রী এ কথা বলেন।

গোলাম দস্তগীর গাজী বলেন, বাংলাদেশে পাটের বিশাল বাজার রয়েছে। ১৮ কোটি মানুষ পাটজাত পণ্যের মেলার অভাবে পাটপণ্য কিনছে না। সারা দেশে মেলার আয়োজন করা হবে। রাজধানীতে স্থায়ী মেলার জন্য জায়গা খোঁজা হচ্ছে। এমন একটি স্থান নির্ধারণ করা হবে যেখানে জন সমাগম বেশি থাকে। জনগণ দেখা মাত্রই যাতে পাটপণ্যে বেশি আকৃষ্ট হয়। মন্ত্রীর এমন বক্তব্যকে ব্যবসায়ী ও উদ্যোগক্তারা করতালি দিয়ে স্বাগতম জানিয়েছে।

মন্ত্রী বলেন, সারা বিশ্ব প্লাস্টিক বর্জন করছে। পাট জাত পণ্যের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। পাট রপ্তানি আয়ে বাংলাদেশ পৃথিবীর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে।

গোলাম দস্তগীর গাজী বলেন,পাটের সুদিন ফেরাতে বঙ্গবন্ধুর কন্যা কাজ করছে। এমন দিন আসবে পাট বিদেশ থেকে আমদানি করতে হবে। সারা বিশ্বে ছড়ি পড়বে বাংলাদেশের পাটজাত পণ্য।

এসময় উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নুরুল মাজিদ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মিজানুর রহমান ,অতিরিক্ত সচিব রীনা পারভীন,মন্ত্রীর বিশেষ সহকারি এমদাদুল হক সহ বিভিন্ন সংস্থার নেতৃবৃন্দ।

এছাড়া মন্ত্রী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং উদ্যোগক্তাদের সাথে কথা বলে তাদেরকে বিভিন্ন দিকনির্দেশনা দেন।