আজ বুধবার, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রিয়ালের প্রস্তাব ফিরে দিলেন জিদান

রিয়াল মাদ্রিদ এরইমধ্যে সাবেক কোচ জিদানের সঙ্গে আলাপ করেছে। কিন্তু জিদান ফিরিয়ে দিয়েছেন রিয়ালের দেওয়া প্রস্তাব। লস ব্লাঙ্কোসদের সাবেক প্রেসিডেন্ট রামোস ক্যালদেরন এমনটাই মনে করছেন। তবে গ্রীষ্মকালীন দলবদলের দরজা রিয়ালের হয়ে পরপর তিনটি চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতা জিদান খোলা রেখেছেন বলে মত তার।

বার্সেলোনার বিপক্ষে ঘরের মাঠে পরপর দুই ম্যাচে হেরেছে রিয়াল। পরের ম্যাচে চ্যাম্পিয়নস লিগে আয়াক্সের বিপক্ষে লজ্জার হার। বার্নাব্যুতে টানা চার ম্যাচে হারের রেকর্ড। এতো কিছুর পর সোলারিকে রিয়ালের ডাক আউটে দেখার আশা করা পাগলামী। ফুটবল বিশ্লেষকদের মতে, আগামী লিগ ম্যাচের আগেই তার ভাগ্য নির্ধারণ হয়ে যাবে। তবে এখন পর্যন্ত যা খবর, চলতি মৌসুমের শেষ পর্যন্ত রিয়ালের কোচ থাকছেন সান্তিয়াগো সোলারি।

রিয়াল মাদ্রিদের পরবর্তী কোচ হিসেবে এরই মধ্যে জিদেদিন জিদান, হোসে মরিনহো, মৌরিসিও পচেত্তিনো এবং ম্যাসিমিলিয়ানো আলেগ্রির নাম শোনা যাচ্ছে। তবে এর মধ্যে জিদানের এবং মরিনহোর আবার রিয়াল মাদ্রিদে ফেরার সম্ভাবনা বেশি বলেই মনে হচ্ছে। সাবেক রিয়াল সভাপতি ক্যালদেরনও মত ঝুকেছে এই দু’জনের দিকে।

তিনি বলেন, ‘আমি জানি আজ (বুধবার) সকালে রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ আবার রিয়ালে ফিরে আসার জন্য জিদানকে ফোন করেছেন। কিন্তু জিদান বলেছেন, এখন নয়! তিনি জুনে ক্লাবের দায়িত্ব নেওয়ার কথা বলে সরে গেছেন।’ এছাড়া মরিনহোর আবার রিয়ালে ফেরার ব্যাপারে ক্যালদেরন জানান, খুবই সম্ভাবনা আছে।

তিনি বলেন, ‘সবসময়ই ক্লাব সভাপতির প্রথম পছন্দ মরিনহো। কিন্তু সমস্যা হলো তিনি অফিস চালানোর মতো করে দল চালান। কোচ হিসেবে জিদান-মরিনহোকে নিয়ে বলবো, তারা দু’জন দুই চিন্তার কোচ। তবে চলতি মৌসুমেই মরিনহোকে দলে আনার তেমন সম্ভাবনা নেই। আমার মতে, কোন মানেও নেই।’ ক্যালদেরন মনে করেন, নতুন কোচ নিতে আগামী মৌসুম পর্যন্ত অপেক্ষা করবে রিয়াল। কিন্তু সমস্যা হলো তা এখনও মাস তিনেক বাকি। ততদিন রিয়ালের ক্ষুব্ধ ভক্তদের সামলানো কঠিন।