আজ শুক্রবার, ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে শিশু দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আগমী ১৭ মার্চ জাতীয় শিশু দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নারায়ণগঞ্জের আড়াইহাজারে বৃহম্পতিবার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় এমপি নজরুল ইসলাম বাবু।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহাগ হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন থানা মুক্তিযোদ্ধা ডিপুটি কমান্ডার ওয়াজউদ্দিন, ইউপি চেয়ারম্যান আবু তালেব মোল্লা, উপজেলা এলজিইডি’র প্রকৌশলী মুহাম্মদ নাশির উদ্দিন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হাবিব ইসমাইল ভূঁইয়া, প্রাথমিক শিক্ষা অফিসার রাফেজা খাতুন, মাধ্যমিক শিক্ষা অফিসার আবু তালেব, থানা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ফরিদ পাশা, আনসার ও বিডিপি অফিসার রেজুয়ানা, আড়াইহাজার প্রেসক্লাবের সভাপতি শ্রী হারাধন চন্দ্র দে ও আড়াইহাজার প্রেসক্লাব ও সাহিত্য পরিষদের আহ্ধসঢ়;বায়ক সফুর উদ্দিন প্রভাত প্রমুখ।