নিজস্ব প্রতিবেদক
আগামী ১৫ই মার্চ বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত ঢাকা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে গতকাল নিতাইগঞ্জস্থ শ্রী শ্রী বলদেব জিউর মন্দির প্রাঙ্গনে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী চন্দ্র নাথ পোদ্দার। আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতা শ্রী ইঞ্জিনিয়ার রতন দত্ত। উক্ত সভাটি সভাপতিত্ব করেন, বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি শংকর সাহা।
সভা শেষে উপরোক্ত অনুষ্ঠানে আগত অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান, বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সুজন সাহা, প্রচার সম্পাদক পরেশ চৌধুরী, অজয় সূত্রধর, সাংবাদিক দিলিপ মন্ডল।