সংবাদচর্চা রিপোর্ট
রূপগঞ্জে পুলিশ সদস্য রাসেল হত্যাকান্ডের সাথে জড়িত প্রধান দুই আসামী আব্দুল মান্নান এবং মাসুদকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।গ্রেফতারকৃত মান্নান রূপগঞ্জ উপজেলার মাহনা এলাকার মৃত ছাত্তারের ছেলে।আরেক আসামী একই এলাকার দুলালের ছেলে। আজ সোমবার নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ বিষয়টি নিশ্চি করেছেন।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা গেছে গত ২১ নভেম্বর মহনা এলাকার মনির হোসেনের বাড়িতে পুলিশ সদস্য রাসেল কে ৫০/৬০ জন সন্ত্রাসী কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পরের দিন রাসেল মারা যান। ২২ নভেম্বর রূপগঞ্জ থানা একটি মামলা দায়ের করা হয়। মামলাটির গুরুত্ব অনুধাবন করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ ডিবিতে নিয়ে আসেন। তিনি দায়িত্ব দেন ডিবির পুলিশ পরিদর্শক গিয়াস উদ্দিন কে। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে আসামীদের অবস্থান সনাক্ত করে ডিপি পুলিশ। গতকাল নরসিংদী জেলার মাধবদী উপজেলায় অভিযান পরিচালনা করে আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয়। আসামীদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।