নবকুমার:
যে কোন সময় বাংলাদেশের পাটের বাজার ৭ হাজার কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।
রবিবার ( ৩ মার্চ ) রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের (জেডিপিসি) কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় মন্ত্রী এ আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, যে ভাবে মানুষ প্লাস্টিক পণ্য বর্জন করছে তাতে বর্তমান পাটের বাজার ৭শ কোটি টাকা থেকে যে কোন সময় ৭ হাজার কোটি ডলার ছাড়িয়ে যাবে। জনগণ প্লাস্টিকের যে দূষণ সে সম্পর্কে সচেতন হচ্ছে। পাট জাত পণ্যের ব্যবহার বৃদ্ধি পেয়েছে।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু পাট কে নিয়ে স্বপ্ন দেখেছেন। আমরা ১৯৭১ সালে পাট কে নিয়ে যুদ্ধ করেছি। পাটের হারানো গৌরব ফেরাতে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।
জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের কর্মকর্তাদের দিকনিদের্শনা দিয়ে গোলাম দস্তগীর গাজী বলেন, পাটের বাজার ধরতে পাটের প্রোডাক্ট বাড়াতে হবে। যত বেশি পাট জাত পণ্যের ব্যবহার হবে পৃথিবী ততবেশি সুন্দর থাকবে। প্রাইভেট উদ্যোক্তাদের সাথে আলোচনা করে একটা সেমিনারের ব্যবস্থা করা হবে। কিভাবে তাদের সহযোগিতা করা যায়।
মন্ত্রী বলেন, পাটের ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে সারা দেশে পাট জাত পণ্যের মেলার আয়োজন করা হবে। মেলাতে সাধারণ মানুষের আগ্রহ বাড়বে। বিক্রি বৃদ্ধি পাবে। জায়গা খোঁজা হচ্ছে। সরকার বিষয়টা খতিয়ে দেখবে।
তিনি বলেন, আগামী ৬ মার্চ জাতীয় পাট দিবসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় উপস্থিত ছিলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মিজানুর রহমান, জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের নির্বাহী পরিচালক রীনা পারভীন, পরিচালক মইনুল হক, মন্ত্রীর বিশেষ সহকারি এমদাদুল হক প্রমুখ।