নবকুমার:
নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, উন্নত বিশ্বে যেতে দেশে শিল্পায়নের বিকল্প নেই। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নত বিশ্বের পথে যাত্রা শুরু করেছে।
শনিবার (২ মার্চ) রূপগঞ্জ উপজেলার মঙ্গলখালী এলাকায় ওয়াটা কেমিক্যাল ফ্যাক্টরিতে সালফিউরিক এসিডের নতুন প্লান্টের উদ্বোধন শেষে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, দেশে এখন শিল্পায়নে কোন বাধা নেই। সারা দেশে ছোট বড় বিভিন্ন শিল্পকারখানা গড়ে উঠছে। মানুষের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। আগামী ১০ বছরে বাংলাদেশ মালয়েশিয়া সিঙ্গপুর কে ছাড়িয়ে যাবে।
মন্ত্রী বলেন, এক সময় বাংলাদেশ সালফিউরিক এসিড বিদেশ থেকে আমদানি করেছে । এখন দেশে উ’পাদন হচ্ছে। আর কোন সালফিউরিক এসিড বিদেশ থেকে আমদানি করতে হবে না। তিনি ওয়াটা কেমিক্যাল কে ধন্যবাদ জানান।
মন্ত্রী ওয়াটা কেমিক্যালের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, নিরাপদ জায়গায় কেমিক্যাল রাখবেন। সতর্ক থাকবেন যেন কোন বিস্ফোরণ না ঘটে। যার তার হাতে কেমিক্যাল তুলে দেবেন না।
গোলাম দস্তগীর গাজী বলেন, দেশে শিল্পায়নের পরিবেশ সৃষ্টি হয়েছে। ২০৩১ সালের মধ্যে মালয়েশিয়া থেকে বাংলাদেশে চাকরি করতে আসবে। সেই লক্ষ্যে বঙ্গবন্ধুর কন্যা কাজ করে যাচ্ছেন।
এসময় উপস্থিত ছিলেন, জামালপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফর হোসেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, ওয়াটা কেমিক্যালস কোম্পানি লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দেক উল আলম, ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম, পরিচালক এ এইচ এম আব্দুল্লাহ, পরিচালক মাহমুদুল হাসান, পরিচালক সুব্রত পাল, জিয়াউল হক প্রমুখ।