আজ সোমবার, ৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

না.গঞ্জের ৩টি উপজেলায় আ.লীগের চূড়ান্ত প্রার্থী ঘোষণা

সংবাচর্চা রিপোর্ট:

চতুর্থ ধাপে উপজেলা নির্বাচনে নারায়ণগঞ্জের ৩ টি উপজেলায়  চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামীলীগ। তবে আগের সিদ্ধান্ত অনুযায়ী এসব উপজেলায়ও ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থিতা উন্মুক্ত রেখেছে ক্ষমতাসীন দলটি।

গতকাল শুক্রবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠকে রূপগঞ্জ আড়াইহাজার সোনারগাঁ উপজেলায় দলীয় চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করা হয়।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে বোর্ড সদস্যরা উপস্থিত ছিলেন। রূপগঞ্জ উপজেলায় শাহজাহান ভূইয়া,আড়াইহাজার উপজেলায় মুজাহিদুল রহমান হেলো সরকার, সোনারগা উপজেলায় সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন নৌকার মাঝি। বাদ পড়েছেন আড়াইহাজার উপজেলার বর্তমান চেয়ারম্যান শাহজালাল মিয়া। আগামী ৩১ মার্চ চতুর্থ ধাপে ঐ তিন উপজেলা ভোট অনুষ্ঠিত হবে।

দলটির দফতর সম্পাদক ও সংসদ সদস্য ড. আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।