সংবাদর্চচা রির্পোট
শুক্রবার নগরীর পাইকপাড়া এলাকায় জয় গোবিন্দ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে খোকন ও শিপলু স্মৃতি ডিগবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এটুজেড স্পোটিং ক্লাব ও মাবুল স্পোটিং ক্লাব এ খেলায় অংশগ্রহন করে। ৩০মিনিটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে কোন গোলের দেখা না মিললেও পরবর্তীতে ট্রাইব্রেকারের মধ্যদিয়ে ০-১গোলে জয় ছিনিয়ে আনে মাবুল স্পোটিং ক্লাব।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি মো: আনিস উদ্দিন বলেন, মার্চমাস স্বাধীনতার মাস এই মাসে সকল শহীদের প্রতি শ্রদ্বাপোষন করছি। সেই সাথে বলতে চাই খোকন ও শিপলু কে আল্লাহ্ যেন তাদের জান্নাতবাসি করেন।এবং আমি তাদের রুহের মাগফেরাত কামনা করি ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইক পাড়া এলাকার বিশিষ্ট সমাজ সেবক রোকন উদ্দিন আরমান তিনি এলাকা বাসি ও যুবসমাজ কে উদ্দেশ্য করে বলেন,মাদক যুবসমাজকে কুড়ে কুড়ে খাচ্ছে।অন্যায় ও অবিচারের প্রতি ধাবিত হচ্ছে।এসব থেকে পরিত্রান পেতে হলে তাদের কাছে ভাল ভাল কাজ নিয়ে আমাদের হাজির হতে হবে।খেলাধুলা আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে।খেলাধুলার মাধ্যমে আমরা যুব সমাজকে বাচাতে পারি।খেলাধুলার মধ্যে থাকলে মনে কোন বাজে চিন্তা আসেনা,শরীর ও মন ভাল থাকে।এই মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষা করতে সবাইকে এগিয়ে আসতে হবে।সব শেষে বলতে চাই , খোকন ও শিপলুকে আল্লাহ যেন জান্নাত বাসি করে। টুনামেন্ট আয়োজনের মাধ্যমে খোকন ও শিপলুর স্মৃতিকে আমরা বাচিয়ে রাখবো।
আরো উপস্থিত ছিলেন বিশেষ অতিথি মো:গিয়াস উদ্দিন রুবেল ও মো:মাসুদ রানা
উক্ত অনুষ্টানের আয়োজন করেন আরিফ,পিয়াল,জিসান,আকাশ,আসিফ,শরিফ,আশিক,রোমান,ইমরান ও নাঈম প্রমুখ।