আজ রবিবার, ১৭ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বন্দরে মাদক ব্যবসায়ী আতিয়ার গ্রেফতার

বন্দর প্রতিনিধি: বন্দরে আতিয়ার (৫০) নামে কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে একটি হত্যা চেষ্টা মামলার বলে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃত আতিয়ার ধামগড় এলাকার আনু মিয়ার ছেলে। সূত্র মতে,আতিয়ার বেশ কিছুদিন ধরে পার্শ্ববর্তী কুটিরবন এলাকার আলীনূর মিয়ার বাড়িতে আসা-যাওয়া করতো। এর ধারাবাহিকতায় গত ৬ আগষ্ট

আতিয়ার মদ্যপান করে আলীনূরের বাড়িতে প্রবেশ করতে চাইলে আলীনূর ও তার স্ত্রী শাহনাজ আপত্তি জানায়। এ নিয়ে উভয়ের মধ্যে তর্ক হলে এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে তার কোমড়ে থাকা ধারালো অস্ত্র দিয়ে হত্যার চেষ্টায় স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম করে। পরে বাড়ির আশ পাশের লোকজন আহত স্বামী-স্ত্রীকে আহতাবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। এ ঘটনায় আহত শাহনাজ বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় দীর্ঘ দিন পালিয়ে থাকার পর সোমবার রাতে পুলিশ আতিয়ারকে নিজ বাড়ি থেকে গ্রেফতার সক্ষ হয়। ধৃতকে মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়। উল্লেখ্য আতিয়ারের বিরুদ্ধে একাধিক মাদক মামলাও রয়েছে।