আজ শনিবার, ১লা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

এটা অংশগ্রহণমূলক নির্বাচন নয়: মাহবুব তালুকদার

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাচন ‘অংশগ্রহণমূলক নয়’ বলে মনে করছেন নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার।

বৃহস্পতিবার মগবাজারে ইস্পাহানি বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনের পর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নিজ কার্যালয়ে দেওয়া লিখিত বক্তব্যে তিনি এ অভিমত ব্যক্ত করেন।

মাহবুব তালুকদার বলেন, ‘রাজনৈতিক পরিচয়ে মেয়র পদে নির্বাচন হচ্ছে। তবে প্রধান বিরোধী দলগুলো অংশ না নেওয়ায় এটা অংশগ্রহণমূলক নির্বাচন নয়। নির্বাচন অংশগ্রহণমূলক না হলে তাতে ভোটারদের ভোট দিতে যেতে উৎসাহ দেখা যায় না।’

ডিএনসিসির মেয়র পদে নির্বাচনকে ‘অপূর্ণাঙ্গ’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘এই নির্বাচন পাঁচ বছর পর পর হবে। তবে এখন যারা নির্বাচিত হবেন তারা মাত্র এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন।’

মগবাজারে ইস্পাহানি বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনের কথা জানিয়ে ইসি মাহবুব তালুকদার বলেন, ‘সরকারদলীয় মেয়রের পোলিং এজেন্ট ছাড়া আর কারও পোলিং এজেন্ট সেখানে ছিল না। সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত একই ভবনে অবস্থিত ৫টি কেন্দ্রের ১৫টি বুথে মাত্র ৩৮৫ জন ভোট দিয়েছেন। ওই ৫ কেন্দ্রে ভোটার ৯ হাজার ৪১৩ জন।’

পক্ষপাতিত্ব ও শিথিলতা সহ্য করা হবে না উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও আইনানুগ হতে হবে। রাজনৈতিক অবস্থা যা-ই হোক, তাতে নির্বাচনী ব্যবস্থা যেন প্রভাবান্বিত না হয়।