আজ বৃহস্পতিবার, ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে জলাবদ্ধতায় যান চলাচল ব্যাহত

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঢাকা- বিশনন্দী সড়কের আড়াইহাজার চৌরাস্তা পায়রা চত্বরে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়ে যান ও লোক চলাচল ব্যাহত হয়ে থাকে। এখানে প্রায় ৫০ ফুট প্রস্থে প্রায় ১০০ ফুট লম্বায় রাস্তাটি সম্পূর্ণ ভাবে পানির নিচে তলিয়ে যায়। ফলে যানবাহনের সিলিন্ডার এবং সাইলেঞ্জার পাইপ পানির নিচে তলিয়ে যায়। এতে করে যানবাহন চলাচল মারাত্মক ভাবে বিঘিœত হয়। যানবাহন চলাচল করতে হয় অনেকটা পথ ঘুরে জবেদআলী মেমোরিয়াল হসপিটালের চত্বর ধরে।

ঢাকা- বিশনন্দী সড়কটি ৪ লেনে উন্নীত করা হচ্ছে। ইতোমধ্যেই রাস্তার প্রশস্তকরণের কাজ অনেকটা দ্রুত গতিতে এগিয়ে চলেছে। কিছুদিনের মধ্যে রাস্তার প্রশস্তকরণের কাজ শেষ হয়ে যাবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা। ভুলতার সাঁওঘাট থেকে আড়াইহাজার চৌরাস্তা পায়রা চত্বর পর্যন্ত রাস্তার প্রশস্ত করণের কাজ প্রায় শেষ হয়ে গেছে। কর্তৃপক্ষ ইচ্ছে করলেই যে কোন সময় রাস্তাটি আনুষ্ঠানিক ভাবে উদ্ভোধন করতে পারেন। এদিকে বিশনন্দী থেকে ঢাকা পর্যন্ত অভিলাস পরিবহনের বাস গুলো আগে এ পথে চললেও বর্তমানে সে গুলো নরসিংদী মদনগঞ্জ সড়কের মদনপুর হয়ে ঢাকা প্রবেশ করছে। তা ছাড়া সম্প্রতি বিশনন্দী থেকে গুলিস্তান পর্যন্ত চালু হয়েছে বি আর টি সি ( এ সি) বাস সার্ভিস। সে গুলো ও নরসিংদী মদনগঞ্জ রোডে চলাচল করছে। বি আর টি সি বাস গুলো ভুলতা- আড়াইহাজার রোডে চলাচল করলে যাত্রীদের অনেকটা সুবিধা হতো বলে এলাকাবাসি মনে করেন। কিন্তু সংশ্লিষ্টরা জানান, ভূলতাÑ আড়াইহাজার সড়কটির নির্মাণ কাজ সমাপ্ত না হওয়ার কারণে তা সম্ভব হচ্ছেনা এবং সামান্য বৃষ্টি হলেই পায়রা চত্বরে এমন জলাবদ্ধতার সৃষ্টি হয়ে যান ও লোক চলাচলে ব্যাঘাত সৃষ্টি হয়ে থাকে।