আজ মঙ্গলবার, ১৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিমান ছিনতাইয়ের চেষ্টায় নিহত পলাশের সোনারগাঁয়ে দাফন সম্পন্ন

সংবাদচর্চা রিপোর্ট:

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ছিনতাই চেষ্টার সময় কমান্ডো অভিযানে নিহত পলাশ আহমেদের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে সোনারগাঁয়ের পিরোজপুরের দুধঘাটায় নিজ বাড়ির পাশে তাকে দাফন করা হয়।

এর আগে সোমবার রাত আড়াইটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে লাশ শনাক্ত করেন পলাশের পিতা পিয়ার জাহান সরদার। শনাক্তের পর যাচাইবাছাই শেষে তাকে লাশ বুঝিয়ে দেওয়া হলে রাতেই লাশ নিয়ে সোনারগাঁয়ের উদ্দেশে রওনা দেন।

পলাশের বাবা পিয়ার জাহান বলেন, তার লাশ গ্রহণ করার আমার কোনো ইচ্ছে ছিল না। প্রশাসন আমাদেরকে ডাকায় সোমবার রাতে আমি তার লাশ নিতে চট্টগ্রামে যাই।

তিনি বলেন, পতেঙ্গা পুলিশের কাছ থেকে লাশ নিয়ে মঙ্গলবার সকাল ৬টার দিকে নারায়ণগঞ্জে পৌঁছাই। সকাল ৯টার দিকে তাকে দাফন করা হয়।

উল্লেখ্য, সোমবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে ‘নিজের ছেলেকে দেশ ও জাতির কলঙ্ক’ উল্লেখ করে গণমাধ্যমে কর্মীদের নিহত পলাশের লাশ দাফন করতে আপত্তি জানিয়েছিলেন পিতা পিয়ার জাহান সরদার।