আজ বৃহস্পতিবার, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

তাঁত বোর্ড কে দুর্নীতি মুক্ত করার ঘোষণা দিলেন বস্ত্র ও পাট মন্ত্রী

নবকুমার:

বাংলাদেশ তাঁত বোর্ড কে দুর্নীতি মুক্ত করার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।

রবিবার রাজধানীতে বিটিএমসি ভবনে বাংলাদেশ তাঁতে বোর্ডের কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় মন্ত্রী এ ঘোষণা দেন।

তাঁত বোর্ডের কর্মকর্তাদের উদ্দেশে গোলাম দস্তগীর গাজী বলেন, তাঁত শিল্পের ব্যর্থতা দূর করতে হবে। বঙ্গবন্ধুর কন্যা দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষাণা করেছে। তাঁত শিল্পে কোন প্রকার দুর্নীতি চলবে না। অতীতে আপনারা কে কি করছেন ভুলে যান। এখন থেকে সততার সাথে দায়িত্ব পালন করবেন। যাদের বিরুদ্ধে  দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ উঠবে তাদেরকে বহিস্কার করা হবে। তিনি বলেন, আমার দৃঢ় বিশ্বাস দুর্নীতি মুক্ত হয়ে পরিচালনা করলে প্রত্যেকটা সংস্থা এগিয়ে যাবে।

মন্ত্রী বলেন, তাঁতের শাড়ি বাঙালি সাংস্কৃতির অংশ। বহি:বিশ্বে তাঁতের এবং জামদানি শাড়ির ব্যাপক চাহিদা রয়েছে। তাঁতের ব্যান্ডিংগুলো সংরক্ষণ করতে হবে।

তিনি বলেন,তাঁতীদের কে রক্ষা করতে হবে। তাদের বেতন ভাতা ঠিকমত পরিশোধ করতে হবে। তাঁতীদের ছাড়া তাঁত শিল্পের উন্নয়ন সম্ভব নয়।

বৈশাখী ভাতা দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে তাঁত বোর্ডের পক্ষ থেকে ধন্যবাদ জানান গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।

এসময় উপস্থিত  বস্ত্র ওপাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মিজানুর রহমান,বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মহা-ব্যবস্থাপক কামনা শীষ দাশ, প্রধান হিসাব রক্ষক সুকুমার চন্দ্র সাহা, প্রধান পরিকল্পনা বাস্তবায়ন অফিসার মো আউয়ুব আলী , মন্ত্রীর বিশেষ সহকারি এমদাদুল হক  ।

এছাড়া আলোচনা শেষে বাংলাদেশ তাঁত বোর্ডে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের এসএসসি পরীক্ষা ২০১৬ থেকে ১৮ সালে ভালো ফলাফলের জন্য বাংলাদেশ তাঁত বোর্ডের পক্ষ থেকে মেরিট সার্টিফিকেট তুলে দেন বস্ত্র ও পাটমন্ত্রী।