আজ বৃহস্পতিবার, ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ঐক্যফ্রন্টের গণশুনানিতে ঘুমিয়ে পড়লেন না.গঞ্জ ৫ আসনের ধানের শীষের প্রার্থী

নিজস্ব প্রতিবেদক:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষের প্রার্থী ও নাগরিক ঐক্যের উপদেষ্টা এসএম আকরামের ঘুমন্ত একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) দিনব্যাপী সুপ্রিম কোর্ট মিলনায়তনে জাতীয় ঐক্যফ্রন্টের গণশুনানি অনুষ্ঠিত হয়। গণশুনানির এক পর্যায়ে ঘুমিয়ে পড়েন জাতীয় ঐক্যফ্রন্টের এই নেতা। তার ঘুমন্ত ছবি ফেসবুকে বেশ ভাইরাল হয়।

কেবল এসএম আকরামই নয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের আহ্বায়ক ড. কামাল হোসেন জেএসডির সভাপতি আ.স.ম আব্দুর রউফ সহ গণশুনানিতে আসা বেশ কয়েকজন নেতার ঘুমন্ত ছবি ভাইরাল হয়েছে। অনেকেই ফেসবুকে পোস্টে লিখেছেন, ‘ঐক্যফ্রন্টের নেতারা গণ ঘুমে।’

প্রসঙ্গত, ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের নেতা এসএম আকরাম ধানের শীষ প্রতীকে নারায়ণগঞ্জ-৫ আসনে মহাজোটের প্রার্থী একেএম সেলিম ওসমানের বিপক্ষে নির্বাচনে অংশগ্রহণ করেন। এই নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হন এসএম আকরাম।