আজ বৃহস্পতিবার, ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নুরুন্নেছা স্কুল এন্ড কলেজের ৪ তলা একাডেমিক ভবনের উদ্বোধন করলেন বস্ত্র ও পাট মন্ত্রী

নবকুমার:

রূপগঞ্জ উপজেলার দাউদপুরে নুরুন্নেছা স্কুল এন্ড কলেজের চার তলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। শনিবার বিকালে মন্ত্রী এ ভবনের উদ্বোধন করেন।

গোলাম দস্তগীর গাজী শেখ হাসিনাকে শিক্ষা বান্ধব প্রধানমন্ত্রী উল্লেখ করে বলেন, বর্তমান সরকারের আমলে শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। রূপগঞ্জের প্রত্যেকটা স্কুল কলেজ মাদ্রাসায় নতুন ভবন নির্মাণ হয়েছে। স্থাপিত হয়েছে কম্পিউটার ল্যাব। বঙ্গবন্ধুর কন্যা শিক্ষিত প্রধানমন্ত্রী বলে শিক্ষা খাতে এত উন্নয়ন করতে পারছেন। অতীতে অনেকে প্রধানমন্ত্রী হয়েছেন তারা উন্নয়ন করে নাই। তারা করেছে নিজেদের পকেট ভারী।

তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা মাদক দুর্নীতি জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। রূপগঞ্জের মাটিতে কোন মাদক সন্ত্রাসীর স্থান হবে না।

এসময় উপস্থিত ছিলেন, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোশাররফ হোসেন ভূইয়া, নুরুন্নেছা স্কুল এন্ড কলেজের সভাপতি জাকিউল কবির,রূপগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা সহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

এছাড়া গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক আলহাজ্ব কবির উদ্দিন চার তলা কলেজ ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।