সংবাদচর্চা রিপোর্ট
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২নং ওয়ার্ডের ইসদাইরে একটি মন্দিরে অগ্নিকান্ডের ঘটনায় হুড়োহুড়িতে ১৫ জন আহত হয়েছে। তাদের মধ্যে ২ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
২২ ফেব্রুয়ারী শুক্রবার রাত ৮টায় ইসদাইরে রাধাকৃষ্ণ মন্দিরে ওই অগ্নিকান্ডের পর স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে আনে। আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, শুক্রবার রাতে রাধাকৃষ্ণ মন্দিরে প্রসাদ রান্না হচ্ছিল। রাত ৮টায় মন্দিরের ভেতরে একটি ধর্মীয় অনুষ্ঠানে বেশ কয়েকজন নারী পুরষের জমায়েত ছিল। রান্নার এক পর্যায়ে চুলা হতে আগুনের ফুলকি ছড়িয়ে আশেপাশে থাকা বাঁশের উপর পড়ে যায়। এতে বাঁশে আগুন ধরে গেলে আশেপাশে থাকা প্যান্ডেলে ছড়িয়ে পড়ে। তখন আতংকে লোকজন হুড়োহুড়ি করে বের হতে গিয়ে ১৫ জন আহত হয়।
আহতদের মধ্যে বিউটি রাণী (৪২), শেফালী দাস (৩৫), নমিতা দাস (৪৫), খুশবু দাস (৫০) ও ববিতা দাসকে (২৫) খানপুরে ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়।
রাধা মন্দিরের সদস্য রবিন দাস জানান, রান্না ঘরে হঠা’ করে আগুন লেগে যায়। আতঙ্কে ১৫ জন আহত হয়েছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক (জোন-২) মামুনুর রশিদ জানান, আগুনে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। হুড়োহুড়ি করতে গিয়ে হয়তো কয়েকজন আহত হয়ে থাকতে পারে।
জানা গেছে কেউ দগ্ধ হয় নি। আহতদের প্রাথমিক চিকি’সা দেয়া হয়েছে।