আজ বৃহস্পতিবার, ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

না.গঞ্জে গ্যাসের পাইপ বিস্ফোরণ আহত ১

নিজস্ব প্রতিবেদক

চকবাজারের ঘটনার রেশ কেটে উঠতে না উঠতেই নারায়ণগঞ্জ মহানগরের বাংলা বাজার আমবাগান এলাকায় গ্যাসের পাইপ বিস্ফোররণ  ঘটেছে। বৃহষ্পতিবার  সন্ধ্যা ৬ টার সময় এ ঘটনা ঘটে বাংলাবাজার আমবাগান এলাকায় কৃষক শ্রমিক জনতা লীগ নেতা দেলোয়ার মিয়ার বাসার সমনে ব্রিজের নিচে গ্যাসের পাইপ থেকে এই আগুন  লাগে । এলাকাবাসী প্রথমিক ভাবে নিভানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে মন্ডল পাড়া ফায়ার সার্ভিস খবর দেয় তখন তারা এসে আগুন নিয়ন্ত্রণ করে। এতে করে দেলোয়ার নামে এক সুবিধা বঞ্জিত লোক এই আগুনে তার শরিরের বেশ কিছু অংশ পুরে যায়।

এব্যাপারে আহতো দেলোয়ার মিয়ার সাথে কথা হলে তিনি যানায় আমি বতল টোকাইয়া বেচি ব্রিজের নিচে কিছু পিতলের জিনিষ দেইখা আনকে যাই তখন ব্রিজের নিচে নামি এবং ঐ খানে আবস্থান করি যখনই আমি পেকেট থেইকা  সিগারেট বাইর করে  ধরাতে যাই ঠিক ঐ সময় কি যেন বাস্ট হয় তারপর আমি আর কিছু বলতে পারিনা।

এলাকা বাসী বলেন, দেলোয়ার টোকাই প্রতিদিনের মত টোকাতে ব্রিজের নিচে যায় তারপর সিগারেটের আগুন থেকে এই আগুনের সুত্রপাত হয় গ্যাসের পাইপে আগুন  থেকে দেলোয়ারের শরিরে আগুন লেগে যায় তার শরিরে বেশ কিছু আংশ পুরে গেছে।  আমরা এলাকাবাসী তারে ১০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রিলিজ করে দেয়।