নবকুমার:
১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে পুলিশের গুলিতে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নারায়নগঞ্জ- ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।
আজ ভোরে রূপগঞ্জ বাসির পক্ষ থেকে রূপগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি । এ সময় অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ বাজানো হয়।
পরে গোলাম দস্তগীর গাজী উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে আওয়ামীলীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মীদের সাথে নিয়ে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
প্রথমে মন্ত্রী পুষ্পস্তবক অর্পণ শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, সহ সভাপতি ইঞ্জি. শেখ সাইফুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভূইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন,সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন সহ স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামীলীগের সকল সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
এরপরই বিভিন্ন রাজনৈতিক দল, সহযোগী সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক, ছাত্র, যুব, শ্রমিক, কৃষক সংগঠনের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ একে একে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শুরু করেন।