আজ শনিবার, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চোটাঘাতের মধ্যেও সুখবর পেল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক:

নিউজিল্যান্ডে পা রাখার পর থেকে সুখবর বিরল অভিজ্ঞতা হয়ে গিয়েছে বাংলাদেশের জন্য। তবে দুঃসংবাদের ভিড়ে এমআরআই রিপোর্ট বাংলাদেশকে স্বস্তিই দেবে। মুশফিকুর রহিমের চোট গুরুতর কিছু নয়। আগামীকাল ওয়ানডেতে পাওয়া যাবে তাঁকে। মোহাম্মদ মিঠুন সিরিজের শেষ ওয়ানডেতে থাকবেন না, এটা আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। তবে এর মধ্যেও একটা সুখবর হলো, প্রথম টেস্টের আগেই তাঁর সেরে ওঠার কথা।

দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান দুই ম্যাচে দুটি হাফ সেঞ্চুরি করা মিঠুন। সিরিজে বাংলাদেশের হাফ সেঞ্চুরিও এই দুটিই। ফলে ওয়ানডেতে না হোক, টেস্টে তাঁকে ফিরে পাওয়ার ব্যাপারে দল ব্যাকুল অপেক্ষায় থাকবে, সে তো জানা কথাই।
দ্বিতীয় ম্যাচের সময় মুশফিকও পাঁজরের একপাশে ব্যথা অনুভব করেছেন। তখন চোটটাকে ততটা গুরুত্ব দেওয়া হয়নি। গতকাল সকালে অনুশীলনে আবারও একটু অস্বস্তি বোধ করায় ব্যাপারটা সিরিয়াসলি নেওয়া হয়। আজ দুজনের চোট স্ক্যান করা হয়। তাতে মিঠুনকে প্রথম টেস্টের আগেই দলে ফিরে পাওয়ার আশা উজ্জ্বল হয়েছে। আর মুশফিক কালকের ম্যাচেই খেলার সবুজ সংকেত পেয়ে গেছেন।

সর্বশেষ সংবাদ