কাশ্মীরের পুলওয়ামার অবন্তীপুরায় জঙ্গি হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তানি পণ্যের ওপর ২০০শতাংশ শুল্ক বাড়িয়েছে ভারত। দেশটির অর্থমন্ত্রী অরুণ জেটলি এক বিবৃতিতে এই তথ্য জানান। খবর এনডিটিভির ।
কাশ্মীরে হামলার পর ভারত পাকিস্তানকে দেওয়া মোস্ট ফেভার্ড নেশন এর তকমা ইতিমধ্যে ফিরিয়ে নিয়েছে। এবার এক ধাপে পাকিস্তানি পণ্যের ওপর ২০০ শতাংশ শুল্ক বাড়াল।
ভারত এবং পাকিস্তানের মধ্যে বছরে প্রায় দুই বিলিয়ন ডলারের ব্যবসা হয়। তবে এর মধ্যে ভারতের রপ্তানীর পরিমাণ-ই বেশি।
পাকিস্তানে ভারত সবজি-লোহা থেকে শুরু করে রাসায়নিক দ্রব্যসহ আরো নানা কিছু রপ্তানি করে। অন্য দিকে পাকিস্তানও কিছু জিনিস পাঠায়।
এদিকে কাশ্মীরের সাম্প্রদায়িক হামলার সঙ্গে যে পাকিস্তান জড়িয়ে আছে তা বোঝাতে তথ্য-প্রমাণ সংগ্রহের কাজ শুরু করল দিল্লি। দেশ ও বিদেশের বিভিন্ন মঞ্চে এই তথ্য প্রমাণ গুলি তুলে ধরা হবে বলে জানানো হয়।
গত বৃহস্পতিবার কাশ্মীরের পুলওয়ামার অবন্তীপুরায় দেশটির কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) কনভয়ে জঙ্গিদের হামলায় ৪২ জওয়ান নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪০ জনেরও বেশি।