আজ শনিবার, ১২ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শ্রাবন্তীর নতুন সিনেমার ট্রেলার প্রকাশ

‘প্রতিটা মানুষেরই একটা স্বপ্ন থাকে। কারও স্বপ্ন অর্থবিত্ত আর বৈভবের। আবার কেউ স্বপ্ন দেখেন আপন মনের মানুষকে একটু হাসি দেয়ার। আমার জন্য সে মানুষটা শুধু একজন… রূপকথা।

বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত তারকা-অভিনেতা তাহসান ও কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী অভিনীত ‘যদি একদিন’ সিনেমার সংলাপ এটি।

ছবিতে তাহসানকে বলতে শোনা যায় ওই কথাগুলো। যা ছবির প্রকাশিত ট্রেলারে দেখানো হয়।

আসছে ৮ মার্চ নারী দিবসে মুক্তি পেতে যাচ্ছে বেঙ্গল মাল্টিমিডিয়ার ছবি ‘যদি একদিন। এ উপলক্ষে বিশ্ব ভালোবাসা দিবসে ইউটিউবে ছবির ট্রেলার প্রকাশ হয়। যা এরই মধ্যে প্রশংসিত হয়েছে।

৩১ জানুয়ারি বিনা কর্তনে সেন্সর সনদ পায় ছবিটি। ‘যদি একদিন ছবিতে আরো আছেন ঢাকা অ্যাটাক সিনেরমার সুদর্শন ভিলেন তাসকিন, সাবেরী আলম, ফখরুল বাশার মাসুম, মিলি বাশারসহ অনেকে। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছে শিশুশিল্পী আফরীন শিখা রাইসা। পরিচালনা করেছেন মুহাম্মাদ মোস্তফা কামাল রাজ।