আজ শনিবার, ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কাশ্মীরে বোমা হামলায় নিরাপত্তা বাহিনীর ৪০ সদস্য নিহত

অনলাইন রিপোর্ট:

বোমা হামলায় ভারতশাসিত জম্মু-কাশ্মীরে দেশটির সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) অন্তত ৪০ সদস্য নিহত হয়েছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার পুলওয়ামা জেলার আওয়ান্তিপুরা এলাকায় এই হামলার ঘটনা ঘটে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

জম্মু-কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরের এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জৈশ-ই-মহম্মদ।

পুলিশ জানিয়েছে, সিআরপিএফ’র গাড়িবহর পুলওয়ামায় শ্রীনগর-অনন্তনাগ মহাসড়কের ওপর দিয়ে জম্মু থেকে শ্রীনগরে যাচ্ছিল। এসময় গাড়িবহরে ধাক্কা দেয় বিস্ফোরকভর্তি গাড়িটি।

সিআরপিএফ’র ৭৮টি গাড়িতে প্রায় আড়াই হাজার সদস্য ছিলেন। যে বাসটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল তাতে নিরাপত্তা বাহিনীর ৩৯ জন সদস্য ছিলেন। ১৯৮৯ সালের পর এটিই কাশ্মীরে সবচেয়ে ভয়াবহ হামলা।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইট বার্তায় এ হামলার নিন্দা জানিয়েছেন। তিনি লিখেছেন, পুলওয়ামায় সিআরপিএফ সদস্যদের ওপর যে হামলা চালানো হয়েছে তা ঘৃন্য। কাপুরষোচিত এই হামলার নিন্দা জ্ঞাপন করছি।