রূপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার পাড়াগাঁও এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার পাড়াগাঁও এলাকার মোস্তয়া মিয়ার ছেলে। একই এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে আমজাদ হোসেন।
ভুলতা ফাড়ি উপ-পরিদর্শক (এসআই) তারেকুজ্জামান জানান, সোহেল ও আমজাদ হোসেন দীর্ঘ দিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিক্রি করে আসছে বলে পুলিশের কাছে খবর ছিলো। রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পাড়াগাঁও এলাকা থেকে ২৫ পিছ ইয়বা ট্যাবলেট তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।