আজ মঙ্গলবার, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মাশরাফির সেঞ্চুরি

মাশরাফি ২০০৯ সালে বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব পান। তখন থেকে নিয়মিত অধিনায়কত্ব করতে পারলে বড় বড় তারকাদের পাশে নাম বসতে পারতো তার। কিন্তু মাশরাফি তো নিয়মিত খেলতেই পারেননি। দলের নেতৃত্ব আর কিভাবে দেবেন। চোট তার সুযোগ দেয়নি। এমনকি ঘরের মাঠে ২০১১ বিশ্বকাপেও খেলতে পারেননি মাশরাফি।

এখন আবার আন্তর্জাতিক ক্যারিয়ার পড়ন্ত বেলায়। তবে এরই মধ্যে দারুণ এক রেকর্ড গড়ে ফেলেছেন মাশরাফি বিন মর্তুজা। নিউজিল্যান্ডের বিপক্ষে নেপিয়ারে প্রথম ওয়ানডে ম্যাচে টস করতে নামে শততম ম্যাচে দেশকে নেতৃত্ব দেওয়ার অনন্য এক রেকর্ড নিজের করে নিয়েছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবে সব ফরম্যাট মিলিয়ে একশ’ ম্যাচে টস করতে নামলেন তিনি। টেস্ট ক্যারিয়ারে যতিচিহ্ন পড়েছে অনেক বছর আগেই। মাত্র এক টেস্টে নেতৃত্ব দিয়েই চোটে পড়েন তিনি। দুই বছর আগে টি২০ থেকে অবসর নেওয়ার আগে এই ফরম্যাটে নেতৃত্ব দিয়েছেন ২৮ ম্যাচ। আর নেপিয়ারে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেটা অধিনায়ক হিসেবে ছিল মাশরাফির ৭১তম।