আজ শুক্রবার, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গোপন স্থানে নেয়া হচ্ছে ব্রিটিশ রাজপরিবারের সদস্যদের

অনলাইন রিপোর্ট:

ব্রেক্সিট ইস্যুতে দাঙ্গার আশঙ্কায় ব্রিটিশ রাজপরিবারের সদস্যদের নিরাপদে গোপন স্থানে সরিয়ে নেয়া হচ্ছে। রোববার ব্রিটিশ গণমাধ্যমে তার প্রস্তুতির খবর প্রকাশিত হয়েছে।

তবে যে ব্রেক্সিট নিয়ে এই আশঙ্কা করা হচ্ছে সেই চুক্তিই এখনো অনিশ্চিত। চুক্তি অনিশ্চিত হলেও ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার প্রশ্নে অনড় ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে।

ব্যবসায়ী, সাধারণ জনগণ ও সরকারের মধ্যে নো-ডিল ব্রেক্সিট নিয়ে ইতোমধ্যে দ্বন্দ্ব স্পষ্ট হয়ে উঠেছি। সে কারণেই দাঙ্গার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

এই আশঙ্কা থেকেই রানি দ্বিতীয় এলিজানেথ ও পুরো রাজপরিবারকে গোপনে লন্ডনের বাইরে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে। আর এর মধ্য দিয়ে স্নায়ু যুদ্ধকালীন রাজপরিবারের নিরাপত্তা ব্যবস্থা পুনরুজ্জীবিত হতে যাচ্ছে।

সূত্র: দৈনিক সানডে টাইমস।