আজ বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আন্তর্জাতিক আদিবাসী দিবসে ১০ দফা দাবি

ঢাকা: আন্তর্জাতিক আদিবাসী দিবস ৯ আগস্ট (বুধবার)। আদিবাসী অধিকার বিষয়ক জাতিসংঘ ঘোষণার বাস্তবায়ন দাবিতে এবং আদিবাসী দিবসে বাংলাদেশের আদিবাসীরা ১০ দফা দাবি জানিয়েছেন।

বুধবার সকাল ১০টা থেকে দুপুর ২টা প্রর্যন্ত কেন্দীয় শহীদ মিনারের সামনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করেন বাংলাদেশের আদিবাসীরা।

বাংলাদেশ আদিবাসী ফোরাম ও চেয়ারম্যান পাবর্ত্য চট্রগ্রাম আঞ্চলিক পরিষদের সভাপতি জ্যোতিরিন্দ্র বোধপ্রিয় লারমা সভাপতির বক্তব্যে বলেন, ১৯৯৪ সালের ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস ঘোষণা করা হয়। এরপর থেকেই আমরা দিবসটি পালন করে আসছি।

তিনি বলেন, আদিবাসী দিবস উদযাপনের মূল লক্ষ্য হলো আদিবাসীদের জীবন ধারণ, মৌলিক অধিকার ও মানবাধিকারসহ নাগরিক সমাজ, মিডিয়া, সংখ্যাগরিষ্ঠ অ-আদিবাসী জনগণ ও সংশ্লিষ্ট সবাইকে সচেতন করে তোলা এবং আদিবাসীদের অধিকারের প্রতি সমর্থন বৃদ্ধি করা।