আজ রবিবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংসদে প্রধানমন্ত্রীর পেছনে ভিআইপি আসন পেলেন বস্ত্র ও পাট মন্ত্রী

নবকুমার:

একাদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হয়েছে। বুধবার বিকাল ৩টায় নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু হয় । অধিবেশনের আগে মন্ত্রী হুইপ প্রতিমন্ত্রী উপমন্ত্রী এমপিদের আসন নির্ধারন করা হয়। অধিবেশন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পেছনে আসন পেয়েছেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। নারায়ণগঞ্জের ইতিহাসে গোলাম দস্তগীর গাজী প্রথম প্রধানমন্ত্রীর পেছনে আসনে পেয়েছেন। এর আগে নারায়ণগঞ্জের কোন এমপি প্রধানমন্ত্রীর পেছনে আসন পান নাই। গত সংসদে গোলাম দস্তগীর গাজীর আসন ছিলো প্রধানমন্ত্রীর আসন থেকে অনেক পেছনে। এবার তিনি প্রমোশন পেয়েছেন। প্রধানমন্ত্রীর আসন কে কেন্দ্র করে সংসদে হেভিওয়েটদের আসন নির্ধারণ করা হয়ে থাকে। যারা হেভিওয়েট তাদের কে প্রধানমন্ত্রী তার পাশে ও পেছনে রাখেন। যারা বিতর্কীত এবং নতুন তাদের ভিআইপি আসনের বাইরে বসতে দেয়। এবারের সংসদে নারায়ণগঞ্জ থেকে ৩ জন আওয়ামীলীগের ও ২ জন বিরোধী দল জাতীয় পাটির এমপি রয়েছে। বিরোধী দলের এমপি লিয়াকত হোসেন খোকা অধিবেশ কক্ষের বিরোধী দলের আসনে বসেছেন। সরকার দলীয় এমপি নজরুল ইসলাম বাবু ও শামীম ওসমান ভিআইপি আসন পান নাই। তারা পেছেনে সাধারণ আসন । যে আসনে সংরক্ষিত আসনের এমপিরা বসেন।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে গোলাম দস্তগীর গাজী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পেছনে আসন পাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘন ঘন সাক্ষাত পাবেন। যে টা শামীম -বাবু পাবে না। নারায়ণগঞ্জের রাজনীতিতে গোলাম দস্তগীর বাড়তি প্রভাব থাকবে।

সর্বশেষ সংবাদ