আজ মঙ্গলবার, ৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

অন্তর্বাস ছাড়াই পোজ দিলেন সানি লিওন

বিনোদন ডেস্ক: বলিউডে অনস্ক্রিন সাহসী দৃশ্যে অভিনেত্রীর নাম আসলে সবার আগে আসবে সানি লিওনের। এর আগে বহুবার ক্যামেরার সামনে তিনি সাহসের পরিচয় দিয়েছেন তিনি। সেই সাথে পর্ন ইন্ডাস্ট্রি থেকে বলিউডে এসে নিজের অবনস্থান শক্ত করেছেন। ফের একবার সাহসী পোজ দিলেন সানি লিওন। এবার ক্যামেরার সামনে অন্তর্বাস ছাড়াই পোজ দিলেন তিনি।

বলিউডের সেলিব্রিটি ফোটোগ্রাফার হিসেবে ডাব্বু রত্নানি প্রতি বছর সেলিব্রেটিদের নিয়ে ক্যালেন্ডার লঞ্চ করেন তিনি।এবারে ২০১৯-এর ক্যালেন্ডারে সাহসী লুকে দেখা যাবে সানিকে।
সানির নিজের অফিসিয়াল ইন্সট্রাগামে ওই লুকের ছবি পোস্ট করেছেন।তিনি আনন্দের সাথে লিখেন, ‘ডাব্বুর ২০১৯-এর ক্যালেন্ডারে আমার শটটা ভাল লেগেছেৃ।’

শুধু বলিউড নয়, দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও নিজের পরিচিতি তৈরি করছেন সানি। কিছুদিনের মধ্যেই মালয়ালম মেগাস্টার মামুট্টির সঙ্গে একটি গানে নাচতে দেখা যাবে সানিকে। মামুট্টির সঙ্গে ‘মধুরা রাজা’ নামের আসন্ন একটি ছবিতেও অভিনয় করতে পারেন সানি। যদিও ছবির বিষয়ে এখনও প্রকাশ্যে মুখ খোলেননি সানি।