আজ রবিবার, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মাদারীপুর আ.লীগ নেতাকর্মীর উপর হামলার অভিযোগে উপজেলা চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:

মাদারীপুরে আওয়ামীলীগের নেতাকর্মীদের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পাভেলুর রহমান শফিক খান সংবাদ সম্মেলন করেছেন।

তিনি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, মাদারীপুর একজন প্রভাবশালী নেতার কিছু হাইব্রিড কর্মীরা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের উপর একাধিক বার হামলা করেছে। এ বিষয়ে থানায় মামলা করতে গেলে থানা পুলিশ মামলা নেয়নি। উল্টো বিভিন্ন ধরণের মামলা দিয়ে আওয়ামীলীগের নেতাকর্মীদের হয়রানী করা হচ্ছে।
শনিবার দুপুরে তার নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আরো জানান, গত

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছে পোষ্টার লাগানোর সময় শহরের পুরানবাজার এলাকায় মোটরসাইকেলযোগে ৮/১০ জনের একদল দুর্বৃত্ত পোষ্টার লাগানোর কর্মী নেপাল ও দিপুর উপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।
গত ৬ জুলাই যুবলীগ নেতা আমিন খানসহ ২জনকে কোপায়। এছাড়াও কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এজাজ আকনকে ওই প্রভাবশালী মহল হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে জখম করে। যুবলীগ নেতা কাওছারের উপরও হামলা চালায় এই সন্ত্রাসীরা।

মাদারীপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান সংবাদ সম্মেলনে আরো বলেন, এই প্রভাবশালী মহল আমার ব্যবসা বাণিজ্যও কেড়ে নিয়েছে। থানায় মামলা করতে গেলে ওসি মামলা নেয়নি। আমি এর বিচার চাই। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুর রহমান রুবেল খানসহ বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা।