আজ রবিবার, ২রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নিজাম-কাশেমীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

 নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের প্রার্থী জমিয়তে ওলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মুফতি মনির হোসাইন কাশেমী’র উপর সন্ত্রাসী হামলা ও হুমকির অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে কাশেমী নিজেই  গণমাধ্যমের কাছে এ অভিযোগ তোলেন। মুফতি মনির হোসাইন কাশেমী নারায়ণগঞ্জ-৪ আসনের মহাজোট প্রার্থী সংসদ সদস্য শামীম ওসমানের প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। 

সংবাদ সম্মেলনে মুফতি মনির হোসাইন কাশেমী সাংবাদিকদের জানান, সাইনবোর্ড থেকে এসে ভুইগড় রূপায়ন হাউজিং গেটের সামনে গাড়ি থামিয়ে কথা বলছিলাম। এ সময় চারপাশটি গাড়ি আসলো। এরপর হুরহুর করে ২০/২২ জন লোক গাড়ি থেকে নামলো। তারা আমার সাথে খারাপ ব্যবহার করেন। মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম এসে বললো, আধাঘন্টার মধ্যে নারায়ণগঞ্জ ছাড়বি নাহলে তোরে মাইরা ফেলবো। আমি তাদের জিজ্ঞাসা করলাম আপনারা এমন আচরণ করছেন কেন ?  সে আইসা বলে, তুই আচরণের কি দেখছোস?

আধাঘন্টার মধ্যে নারায়ণগঞ্জ ছাড়বি নয়লে তোরে মাইরা ফেলবো বলে থ্রেট দেয়। এরমধ্যে একটি ছেলে আমার জামা টেনে ধরলো। তারা আমাকে তারা অনেক অপদস্ত করেছে। মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজামকে আমি চিনতে পারলেও আমার সাথে লোকজনেরা নাসিক ১২ নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকুকে চিহ্নিত করে।   

কাশেমী আরো বলেন, আমি রিটার্নিং অফিসার বরাবর তো অভিযোগ অবশ্যই করতে হবে। আমার জানের উপর হামলা এসেছে আমি কেন অভিযোগ করবোনা। আমি এখনো স্থিরই হতে পারিনি। আমি রিটার্নিং অফিসারকে মৌখিকভাবে জানিয়েছি। লিখিতভাবেও অভিযোগ করবো। এছাড়া আমি ফতুল্লায় আর্মি ক্যাম্পেও অভিযোগ দিতে গিয়েছি। সেখানে তারা আমাকে আগামীকাল সকালে যেতে বলেছেন।
 
মনির হোসেইন কাশেমী বলেন, আরো একটি ঘটনা ঘটেছে। বেলা আড়াইটার সময় আমার বড় ভাই মোক্তার হোসাইন মসজিদ থেকে বাসায় ফেরার পথে ফতুল্লা থানার সিভিল টিম তাকে থানায় যেতে হবে বলে নিয়ে গেছে। এখনো পর্যন্ত তাঁর ফোনটি বন্ধ।

আপনার অভিযোগ সত্য এর কি বিশ্বাসযোগ্যতা আছে সাংবাদিকরা এমন প্রশ্ন করলে কাশেমী বলেন, আমি যেটি সত্য ও বাস্তবতা তাই বলেছি। বাড়িয়ে চাড়িয়ে কিছু বলবোনা। আমি শাহ নিজামকে চিনেছি। এখন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যাচাই করে দেখবেন এবং দোষীদের বিচারের সম্মুখীন করবেন। কাউন্সিলর শকুকে আমার লোকজন সনাক্ত করেছে।
 
নির্বাচনে বিএনপি নেতারা কেন নামছেননা সাংবাদিকদের এমন প্রশ্নে কাশেমী বলেন, আমি সবার সাথে যোগাযোগ স্থাপনের চেষ্টা করে যাচ্ছি। সময় হলেই তারা নামবেন বলে আমাকে আশ্বস্ত করেছেন। নিরাপত্তার ঘাটতি আছে ভেবে তারা এখনো মাঠে নামেননি। তবে সাহস যুগিয়েছেন।


তবে মনির হোসাইন কাশেমীর এ অভিযোগ মিথ্যা বলে দাবী করে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক শাহ্ নিজাম।