আজ মঙ্গলবার, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ”৭১ এর নরপিশাচ” মঞ্চায়িত

রূপগঞ্জ প্রেসক্লাবের

সংবাদচর্চা রিপোর্ট:
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও রূপগঞ্জ প্রেসক্লাবের পরিবেশনায় মুক্তিযুদ্ধ ভিত্তিক মঞ্চ নাটক ”৭১ এর নরপিশাচ” মঞ্চায়িত হয়েছে।

সোমবার রাতে রূপগঞ্জ প্রেসক্লাবের এক ঝাঁক সাংবাদিকদের অভিনয়ে উপজেলার গোলাকান্দাইল নতুন বাজার স্কুল মাঠে নাটকটি মঞ্চায়িত হয়। নাটক পুর্বক আলোচনা সভায় সভাপতিত্ব করেন, লেখক, কলামিস্ট ও রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম। এতে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)।

অনুষ্ঠান উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন, তারাব পৌরসভার মেয়র মিসেস হাসিনা গাজী, সহকারী কমিশনার (ভুমি) আসাদুজ্জামান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আলম নিলা, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হক প্রমুখ।

লেখক, কলামিস্ট ও রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম বলেন, ইতি পুর্বে আমাদের সাংবাদিকরা ভেজাল খাদ্য, মাদক, ইভটিজিং, মানবপাচার, গাছ রোপন, এ্যানথ্রাক্স, নদী বাঁচাও আন্দোলন, জাতি সংঘে বাংলা চাইসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম করেছেন। আগামীতে তারা আরো ভালো করবে। আর এসব সামাজিক কাজে সমাজের সকলের সহযোগীতা প্রয়োজন।

নাটকের পরিচালক সুমন মজুমদার বলেন, নাটকটিতে ১৯৭১ সালে নিরীহ বাঙ্গালীর উপর পাকিস্থানি হানাদারদের বরবর হামলা, নির্যাতন, হত্যা, ধর্ষণ, লুটসহ বিভিন্ন দিক তুলে ধরা হয়। এছাড়া বর্তমান প্রেক্ষাপটে মাদকের ভয়াবহতা, যৌতুকসহ অপরাধ তুলে ধরা হয়।