তাওসিফ মাইমুন: আওয়ামী লীগের মন্ত্রীরা রাষ্ট্রীয় প্রটোকলে নিয়ে নৌকা মার্কার পক্ষে প্রচারণা চালাচ্ছেন যা সম্পূর্ণ রূপে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা দেশটাকে নিজেদের জমিদারী মনে করে বলেই তাঁরা গায়ের জোরে এধরনের কর্মকান্ডে লিপ্ত আছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।
গতকাল বুধবার নয়া পল্টনে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরকারী দলের সন্ত্রাসী ও আইন শৃঙ্খলা বাহিনী যৌথভাবে ধানের শীষের প্রার্থী ও কর্মী সমর্থকদের ওপর বেপরোয়া হামলা চালিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণায় বাধা, এলাকা ছাড়ার হুমকি, হামলা চালিয়ে বিএনপি নেতাকর্মীদেরকে আহত করা ও গ্রেফতারসহ নানামুখী সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত হয়েছে।
তিনি বলেন, বিএনপির টার্গেটকৃত নেতা-কর্মীর বাড়িতে হামলাসহ নির্বাচনী মাঠকে অশান্ত ও রক্তাক্ত করে তুলছে আওয়ামী লীগ। এসব করছে যাতে বিএনপি নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়ায়।