আজ রবিবার, ২রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

টঙ্গীতে অজ্ঞান পার্টির প্রকোপ বৃদ্ধি

শামীমা খানম:

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এপর্যন্ত গত ৭দিনে ১৪জন ভর্তি শহীদ আহসানউল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে। মোবাইল ছিন্তাই, মেয়েদের স্বর্ণলংকার, ব্যাগ, মানিব্যাগ যা পাচ্ছে তাই অজ্ঞান করে নিয়ে যাচ্ছে এই সিন্টিকেট চক্র। রহস্যজনক কারণে দেখেও না দেখার ভান করছে প্রশাসন। ভর্তি রোগী শ্যামল, সজিব, নাসরিন, আমির, সহ অজ্ঞাত আরো অনেকেই জানান, টঙ্গী গাজীপুরা বাসপট্টি হইতে মিরাশপাড়া নদীবন্ধর মোট ৩০টি পয়েন্টে এই কাজগুলো হচ্ছে। ভুক্তভূগী আমীর ও রতনা বলেন, টঙ্গীর রেল ব্রীজ পূর্ব ও পশ্চিম পাশ, দক্ষিণ আরিচপুরের শিমুলতুলা গাছের নিচে, মধুমিতা রেলগেইট, নতুন বাজার রেইলগেইট, আমতলি যাওয়ার পথে, বিসিক ন্যাশনাল মোড়, শেরেবাংলা রোড, নিমতলী টি.এন্ড.টি, ট্রাক স্টান টঙ্গী বাটা গেইট, পথিক পাম টঙ্গী বাজার, ষ্টেশন রোড, কামাড় পাড়া রোড, কামাড়পাড়া ব্রীজ, মা টাওয়ারের সামনে, রেল ষ্টেশন, তিস্তার গেইট, নেকের বাড়ি মসজিদ গলী, নদীবন্ধর মিরাশপাড়া, সোসাইটি মাঠ, মরকুন কবরস্থান, কাদেরিয়া টেক্সটাই মিলস এর সামনে, ট্রাক স্টান, চেরাগআলীর পূর্ব ও পশ্চিম পাস, শিংবাড়ি মোড়, হোসেন মার্কেট মোড়, লেদুমোল্লা মোড়, গাজীপুরা বাঁশপট্টি ও তারগাছ। এই বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি কামাল হোসেন এর করনীয় কি? জানতে চাইলে তিনি বলেন, সামনে নির্বাচন তাছাড়া আমাদের জনবল কম দেখছি কি করতে পারি।