অনলাইন রিপোর্ট:
হোয়াইট হাউসের চিফ অব স্টাফ জন কেলি চলতি মাসের শেষের দিকে পদত্যাগ করবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ কথা জানিয়েছেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শনিবার এ মন্তব্য করেন তিনি।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জন কেলিকে চমৎকার মানুষ হিসেবে অভিহিত করেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় ট্রাম্প বলেন, দুই একদিনের মধ্যেই জন কেলির উত্তরসূরির নাম ঘোষণা করা হবে।
এর আগে, মার্কিন সংবাদমাধ্যম জানায় সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউসের চিফ অব স্টাফ জন কেলি পদত্যাগ করতে পারেন। ট্রাম্পের সঙ্গে তার সম্পর্কের টানাপড়েন চলছে।