আজ মঙ্গলবার, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সারুলিয়া খন্দকার পারায় হামলা

সারুলিয়া খন্দকার

সারুলিয়া খন্দকারনিজস্ব প্রতিবেদক:

ঢাকা জেলাদিন ডেমরা থানার সারুলিয়াস্থা খন্দকার পারায় সিনতাই ও হামলার ঘটনার অভিযোগ পাওয়া গেছে। জানা যায় গত ২৯ নভেম্বর ২০১৮ইং তারিখ রাত আনুমানিক ১০ ঘটিকায় খন্দকার পারার অদিবাসি হাজি মুফিজ খন্দকারের বাড়ির অতি নিকটে এক দল দূরভিত হাজি মুফিজ খন্দকারের নাতি মোঃ আরাফাত খন্দকার (২২) কে আকষ্মিক ভাবে আক্রমন করে এবং প্রথমে পিসতলের বাট দিয়ে মাথায় আঘাত করার চেষ্টা করলে আঘাতটি লক্ষ্য ভ্রষ্ট হয়ে চোখে লাগে।

এতে আরাফাত অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলে দুরভিত্তরা তার দেহে লাঠি ও শক্ত কিছু দিয়ে আরাফাতকে ব্যাদম প্রহার করে এবং তার পেন্টর ও শার্টের পকেটে রাখা ুমালামাল বিক্রয়ের সংগ্রহ করা একলক্ষ ত্রিশ হাজার টাকা ও গলাই থাকা আড়াই ভরি ওজনের একটি সোনার চেইন সিনতাই করে নিয়ে যায়। খবর পেয়ে সারুলিয়ার পুলিশ ফাড়িতে কর্মরত এ. এস. আই শরিফ ঘটনা স্থলে আসে এবং আহত আরাফাতকে নিকটস্থ নিরু হাসপাতালে চিকিৎসা দিন অবস্থায় দেখতে পান এবং ঘটনা ও অভিযোগ লিপিবন্ধ করেন। আরো জানা যায় আহত আরাফাত মালশিয়ার ভুন ইন্টারনেসনাল ইউনির্ভাসিটি হতে তিন বছর উচ্চ শিক্ষা গ্রহন করে গত মার্চ মাসে দেশে ফিরেন এবং খন্দকার পারড়ার নিজ বাড়ির দোকানে কে.এ.কে এন্টার প্রাইজ নামে মুদি ও মনহোরি পাইকারী ও খুচরা মানের ব্যবসা পরিচালনা করে আসছে। আহত আরাফাতের পিতাঃ মিলন খন্দকার জানাই দুরত্তিতরা সারুলিয়া বাজার ও মোডবাড়ি এলাকার স্থায়ী ও অস্থায় বাসিন্দা এবং তারা মাদক ব্যবসা ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত এছাড়া অনেকের বিরুদ্ধে থানায় ফোজদারি মামলা আছে। দুরবিত্ততদের নাম যথাক্রমেঃ- মুন্না পিতাঃ মুজিবর, সাজিদ, রমজু, মামুন, সৌরভ, হাছিব, সুমন ও ক্রমুক। আরাফাতের পিতা জানাই আরাফাত শারিরিক সক্ষমতা ফিরে আসলে দুশিদেও বিরুদ্ধে আইনের আশ্রয় নিবে। ডেমরা থানা ভারপ্রাপ্ত কর্মর্কতা সিদ্দিকুর রহমান ক্ষতি গ্রস্থরা থানায় মামলা করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশশাস দেন।