আজ বৃহস্পতিবার, ১৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

অবশেষে নৌকার টিকেট পেলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান

শফিকুর রহমান

শফিকুর রহমাননবকুমার:

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে চাঁদপুর-৪ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান।

মঙ্গলবার দিবাগত রাতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে তার নামে মনোনয়নের চিঠি পাঠানো হয়।

অন্যদিকে একই আসনে এর আগে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নের চিঠি দেওয়া হয়েছিল বর্তমান সংসদ সদস্য ড. শামসুল হক ভূঁইয়াকে।

ফারমার্স ব্যাংকে তার ৬০ কোটি টাকার বেশি খেলাপি ঋণ থাকার কারণে ড. শামসুল হক নির্বাচনে অংশ নিতে পারছেন না।

প্রসঙ্গত, জাতীয় প্রেসক্লাবের ২০১৭-২০১৮ মেয়াদের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি নির্বাচিত হন শফিকুর রহমান।