আজ রবিবার, ২রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

অবশেষে নৌকার টিকেট পেলেন সাজেদা চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: ফরিদপুর-২ (নগরকান্দা, সালথা ও সদরপুরের একাংশ) আসনে জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাজেদা চৌধুরী দলীয় মনোনয়ন পাওয়ায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা সন্তোষ প্রকাশ করেন। গত সোমবার বিকেলে দলীয় মনোনয়নের চিঠি পাওয়ার পর তাঁদের বিক্ষোভ কর্মসূচির অবসান হয়েছে।
গত রোববার ঢাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। ওই তালিকায় ফরিদপুর-২ আসনটি ছিল না। এলাকায় গুজব রটে, সাজেদা চৌধুরী মনোনয়ন পাচ্ছেন না। এ আসনে জোটের শরিক জাকের পার্টির প্রার্থীকে মনোনয়ন দেওয়া হচ্ছে। এ খবর শোনার পর নগরকান্দা ও সালথার উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ সর্বস্তরের নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এরই বহিঃপ্রকাশ ঘটে ওই দিন বিকেল সাড়ে পাঁচটার দিকে জয়বাংলা এলাকায় মহাসড়ক অবরোধের ঘটনায়। পরদিন সোমবার দুপুরেও অবরোধ কর্মসূচি পালিত হয়।
নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বলেন, ‘নগরকান্দা, সালথা ও সদরপুরের কৃষ্ণপুর ইউনিয়নবাসীর প্রাণের দাবি সাজেদা চৌধুরীর মনোনয়ন। তাঁকে মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। তিনি আমাদের প্রাণের আকুতি বুঝতে পেরেছেন। আমরা নৌকার বিজয় নিশ্চিত করে আসনটি দলীয় প্রধানকে উপহার দেব।’