মোঃতুহিন,রূপগঞ্জ প্রতিনিধিঃ গতকাল দুপুরে গাজী ভবনে রূপগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিনের সহায়তায় গোলাকান্দাইল ইউনিয়নের শীর্ষ স্থানীয় যুবদল নেতারা নারায়ণগঞ্জ-১ আসনের (রূপগঞ্জ) সাংসদ গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপি থেকে আওয়ামীলীগে যোগদান করেন।
এ সময় এমপি গাজী বলেন এত দিনে বিএনপি, জামাতের নেতাদের শুভবুদ্ধির উদয় হয়েছে, তারা বিএনপি,জামাতের সন্ত্রাসী কর্মকান্ড বুঝতে পেরে আওয়ামীলীগে যোগদান করায় আমি তাদেরকে ধন্যবাদ জানাই।
এ সময় গোলাকান্দাইল ইউনিয়নের যুবদল নেতা বকুল মিয়া বলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির নেতাদের গাফলতির কারণে, জামাত শিবিরের আশ্রয় দাতা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থীদের সাথে কাজ করায় আজ আমরা বিএনপি থেকে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আওয়ামীলীগে যোগদান করলাম। এত দিনে আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আগামী নির্বাচনে নৌকা মার্কা যাতে জয় লাভ করতে পারে সেই লক্ষে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
গোলাকান্দাইল ইউনিয়নের বিএনপি নেতা তোফাজ্জল মিয়া বলেন গাজী সাহেব ৭১ এর রণাঙ্গনের খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আমরা আজ থেকে তার সাথেই আছি,আগামী নির্বাচনে গাজী সাহেবকে বিপুল ভোটে জয়লাভ করাতে পারি সেই লক্ষে সবাইকে কাজ করতে হবে।বিএনপি,জামাত মুক্তিযুদ্ধের পরিপন্থী সংগঠন এরা রাষ্ট্রীয় ক্ষমতায় এসে জালাও পোড়াও, দুর্নীতি, লুটপাট দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেয়। বিএনপি,জামাতকে আর রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে দেওয়ায় যাবে না।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, রূপগঞ্জ উপজেলা আওয়মীলীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা প্রমুখ।