আজ মঙ্গলবার, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে রং মিশানো বুট মটরশুঁটি বলে বিক্রি

নিজস্ব প্রতিবেদক:

মানুষ খাবার খায় শরীল গঠনের জন্য। কিন্তু সেই খাবারে যদি থাকে বিষ, তাহলে তা মানুষের উপকারের চেয়ে ক্ষতির আশন্কাই বেশি। নারায়ণগঞ্জের আড়াইহাজারের বিভিন্ন হাট বাজারে বিক্রি হচ্ছে রং মিশানো বুট । আর কিছুদিন পর বাজারে আসবে মটরশুঁটি। কিন্তু এক শ্রেনীর হীনমনতা সম্পন্ন ব্যবসায়ীরা বেশি টাকা লাভের আশায় সাদা বুট গুলোতে সবুজ রং মিশিয়ে মটরশুঁটি বলে বিক্রি করছে। করিম নামে এক ব্যক্তি বলেন তিন দিন আগে আড়াইহাজারের কামরাঙ্গীর চর বাজার থেকে মটরশুঁটি ভেবে কিনে নিয়ে বাসায় গেলে দেখা যায়, ধোয়ার পর বুট থেকে শুধু রং বেরুচ্ছে। এই ব্যাপারে ডাক্তার ইসরাত জাহান টুম্পা বলেন, রং মিশানো খাবার খেলে নানান রকম রোগ হতে পারে, যেমন পাকস্থলীর সমস্যা থেকে শুরু করে কিডনী সমস্যা ও হতে পারে, তাই রং মিশানো খাবার খাওয়া থেকে দূরে থাকতে হবে।