আজ বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ভোটারদের হাতে স্যান্ডেল তুলে দিয়ে প্রচারণা

সংবাদচর্চা ডেস্ক: নির্বাচনে ভোটারদের মন জয় করতে প্রার্থীদের কৌশলের কমতি থাকে না। এবার ভারতের তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে প্রচারণায় বিচিত্র এক পদ্ধতি অবলম্বন করলেন এক প্রার্থী। ভোটারদের হাতে স্যান্ডেল তুলে দিয়ে নির্বাচনে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, তেলেঙ্গানার জাগতিয়াল জেলার কোরুটলা বিধানসভা কেন্দ্রের নির্দলীয় প্রার্থী আকুলা হনুমন্ত। তিনি হাতে স্যান্ডেল নিয়ে প্রচার চালাচ্ছেন। তাকে ভোটে জেতালে উন্নয়ন হবেই বলে দাবি করে ভোটারদের হাতে স্যান্ডেল তুলে দিচ্ছেন তিনি। আর বলছেন, ‘জেতার পর আমি কাজ না করলে এই স্যান্ডেল দিয়ে আমাকে মারবেন।’
হনুমন্তের এই অভিনব প্রচারের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। অন্যান্য রাজনীতিকদেরও হনুমন্তের পথ অনুসরণ করা উচিত বলে মন্তব্য করেছে নেটিজেনরা।
মেট্টুপল্লি শহরে বাড়ি বাড়ি গিয়ে প্রচারের সময় তেলেঙ্গানার এই প্রার্থীর ভিডিওটি রেকর্ড করা হয়েছে। সেখানে তাকে বলতে শোনা গেছে, এলাকার উন্নয়ন করতে না পারলে তিনি পদত্যাগ করবেন। তিনি কাজ না করলে ভোটারদের তাকে প্রকাশ্যে জুতাপেটা করার অধিকার রয়েছে বলেও প্রচার চালাচ্ছেন হনুমন্ত।