আজ সোমবার, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পিরোজপুরের কাউখালীতে ৫দিন ব্যাপী রাস উৎসব শুরু

রাস উৎসব শুরু

রাস উৎসব শুরুপিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর কাউখালীতে রাসপূর্ণিমায় সনাতন ধর্মাবলম্বীদের গুরু শ্রীশ্রীমদ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব এর ১২৭তম আবির্ভাব উপলক্ষে পাঁচ দিনব্যাপী রাস উৎসব অনুষ্ঠিত হচ্ছে।

শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের আয়োজনে আজ শনিবার এ রাস উৎসব শুরু হয়েছে। হাজারো ভক্তবৃন্দের অংশগ্রহণে সংঘ পতাকা উত্তোলন শেষে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা আশ্রম প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মঙ্গল শোভাযাত্রায় নেতৃত্ব দেন আশ্রমের কেন্দ্রীয় সভাপতি স্বামী জগন্নাথানন্দ সরস্বতী, সাধারণ সম্পাদক রণঞ্জয় কৃষ্ণ দত্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, সাবেক ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পল্টন, সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মল্টিন, কোষাধ্যক্ষ বিপুল কৃষ্ণ ঘোষ ও শোভাযাত্রা উপকমিটির আহ্বায়ক মানিক লাল কর প্রমুখ।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, প্রতিবছর রাসপূর্ণিমায় এ উৎসব অনুষ্ঠিত হয়।আশ্রম প্রাঙ্গণে বিশাল এলাকাজুড়ে বসেছে রস মেলা। নাগরদোলাসহ রকমারি জিনিসের পসরা সাজিয়েছে দোকানিরা।

পাহাড়ি কাঠের নকশায় গড়া আকর্ষণীয় আসবাবপত্র নিয়ে দূর-দূরান্ত থেকে দোকানিরা এসেছে এই মেলায়। শীতের গরম কাপড়, শিশুদের বিনোদনেরও অনেক খেলনা সামগ্রীতে জমে উঠেছে এ উৎসব অঙ্গন।