আজ রবিবার, ২রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিএনপির কাছে ১১৭টি আসন চায় শরীকরা

তাওসিফ মাইমুন: আগামী নির্বাচনে ২০ দলীয় জোটের শরীকরা বিএনপির কাছে ১১৭টি আসন চায়। শরীকরা তাদের প্রার্থী তালিকা ২০ দলীয় জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খানের কাছে দিয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে জোটের শীরকদের আসন বন্টনের বিষয়টি সম্পন্ন করবে।

এদিকে বিএনপি ৩৫ থেকে ৪০টি আসন শরীকদের ছাড়ার বিষয়ে ভাবছে। এই জোটে দলের সংখ্যা ২৩টি। এছাড়া জাতীয় ঐক্যফ্রন্টে দল রয়েছে ৪টি। সব মিলিয়ে ২৭টি রাজনৈতিক দলের সঙ্গে আসন বন্টন করতে হবে বিএনপিকে। যেসব প্রার্থীর জয়ের সম্ভাবনা বেশী তাদেরকেই মনোনয়ন দেওয়া হবে জানিয়েছেন জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান। তিনি বলেন, আসন বন্টন নিয়ে আমরা এখনো আলোচনা করিনি। শরীকদলগুলোর সঙ্গে বসে তা করা হবে। জোটের শরীকদল তাদের চাহিদার কথা আমাদের জানিয়েছেন। এসব নিয়ে আমরা আলোচনায় বসবো।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জোট ও ঐক্যফ্রন্টের মধ্যে আসন বন্টন নিয়ে সমস্যা হবে বলে মনে করি না। আমরা সবাই এক প্লাটফর্মে এসেছি। ছাড় দেয়ার মানসিকতা আমাদের সকলের মধ্যেই আছে।