নবকুমার:
নারায়ণগঞ্জ- ১ আসনের সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, রূপগঞ্জে নৌকা যার আমরা তার । এখানে মনোনয়ন নিয়ে কোন সহিংসতা চলবে না ।
মঙ্গলবার রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নে আওয়ামী লীগের পার্টি অফিসে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
গোলাম দস্তগীর গাজী বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা জনপ্রিয় ব্যক্তিদের হাতে নৌকা তুলে দেবেন। কেউ নৌকার সাথে বেইমানী করবেন না। যাদের নামে অনিয়ম ,দুর্নীতির অভিযোগ আছে তারা নৌকা পাবেন না।
তিনি বলেন, স্বাধীনতা বিরোধীরা রাষ্ট্র ক্ষমতায় যেতে দেশে বিদেশে ষড়যন্ত্র করছে। ওদের সকল ষড়যন্ত্র বাংলার মানুষ রুখে দিবে । কোন দুর্নীতিবাজ রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না।
আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে গোলাম দস্তগীর গাজী বলেন, মনোনয়ন আমরাই পাব। মনোনয়ন ইস্যুতে আপনারা মিষ্টি খাবেন না। আমরা মিষ্টির টাকা গরীব মানুষকে সাহায্য করব।
আগামী নির্বাচনে নৌকার বিজয়ে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।
এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য শীলা রানী পাল, গোলাকান্দাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঞ্জু ভূইয়া, সাধারণ সম্পাদক আব্দুল সাত্তর,আওয়ামীলীগ নেতা মকবুল,আলহাজ্ব হাবিবুর রহমান, মো: এমায়েত ,ফিরোজ ভূইয়া, ভূলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন,সাধারণ সম্পাদক মো: বাবুল, রূপগঞ্জ উপজেলা যুব লীগের সভাপতি কামরুল হাসান তুহিন,সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাঈম ভূইয়া,ভিপি সোহেল, ছাত্র লীগ নেতা ফয়সাল শিকদার,স্বেচ্ছাসেবক লীগ নেতা রহুল আমিন,তাহমিনা মেম্বার, নারী নেত্রী হামিদা,রুবি,খুদি প্রমুখ।