নিজস্ব প্রতিবেদক:
বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের নির্বাচন কমিশনে নমিনেশন জমা দেয়ার নির্দেশনা দিয়েছে দলের মনোনয়ন বোর্ডের সিনিয়র নেতারা।
একই সঙ্গে আগামী ৮ ডিসেম্বর দলীয় প্রার্থী চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে তারা।
গতকাল রোববার সকালে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গুলশান দলীয় কার্যালয়ে দলের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শেষে দিনাজপুর-১ কাহারোল আসনের মনোনয়ন প্রত্যাশী মামুনুর রশীদ চৌধুরী এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘সাক্ষাৎকারে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন। এরপর দলের সিনিয়র নেতারা প্রত্যেককে একে একে প্রশ্ন করেন। জানতে চান কেন আপনাকে নমিনেশন দেয়া হবে? নমিনেশন পেলে কি করবেন? জয়ী হতে পারবেন কি না? দল থেকে যাকে নমিনেশন দেয়া হবে তার পক্ষে কাজ করবেন কি না?
আগামী ২৮ নভেম্বর নির্বাচন কমিশনে মনোনয়ন জমা দেয়ার শেষ দিন। নির্বাচন কমিশন থেকে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর। বিএনপির প্রার্থী চূড়ান্ত করা হবে ৮ ডিসেম্বর।