আজ সোমবার, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
Important Notice: Dear Munna Khan, kindly settle Invoice #CIT-246357 ASAP. For any inquiries, feel free to contact us. Thank you! www.contriverit.com

না.গঞ্জ জেলা প্রশাসককে সাদপন্থী তাবলীগ জামাতের স্মারকলিপি প্রদান

সাদপন্থী তাবলীগ

সাদপন্থী তাবলীগসংবাদচর্চা রিপোর্ট:
বিশ্ব ইজতিমা নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে দাওয়াত ও তাবলীগের কার্যক্রম সুষ্ঠু ও শান্তিপূর্নভাবে পরিচালনা করার উদ্দেশ্যে জেলার সাদপন্থী তাবলীগ জামাতের নেতৃবৃন্দ সরকারের কাছে স্মারকলীপি প্রদান করেন।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) দুপুর দেড়টায় তারা জেলা প্রশাসক রাব্বি মিয়ার কাছে স্মারকলীপি তুলে দেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, আগামী ৩১ নভেম্বর হতে ৪ ডিসেম্বর পযর্ন্ত জোড় এবং ১১ হতে ১৩ জানুয়ারী পযর্ন্ত অনুষ্ঠিতব্য টঙ্গী বিশ^ ইজতিমা সুষ্ঠু ও শান্তিপূর্ন ভাবে অনুষ্ঠিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থার দাবীতে একটি স্মারকলিপি প্রদান করে তাবলীগ জামায়াত বাংলাদেশ।

অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে দাওয়াত ও তাবলীগের কার্যক্রম সুষ্ঠু ও শান্তিপূর্নভাবে পরিচালনা করার যথাযথ ব্যবস্থা গ্রহনের দাবি তুলে ধরেন ।

স্মারকলিপি প্রদান করার সময় উপস্থিত ছিলেন, জেলা তাবলীগ জামায়াতলীগের সদস্য মো.আসাদুজ্জামান, মো.তোফাজ্জল, মো. মনির শেখ, মো. নুরউল্লাহ প্রমুখ।

স্মারকলিপি প্রধান শেষে তারা শহরের ডিআইটি মসজিদের খতিব ও হেফাজতে ইসলামের আমীর মাওলানা আব্দুল আউয়াল তার সমর্থকদের কর্মকান্ডকে সমালোচনা করে বলেন, আমরা কোনো রাজনীতির সাথে জড়িত না। আমরা আল্লাহর ইবাদত, আল্লাহর কাজ করছি। আমরা আমল করছি।

আগে কখনো এ নিয়ে কোনো সমস্যা ছিলো না। কিন্তু মাদরাসা শিক্ষার্থীসহ সাধারণ মুসল্লিদের ভুল বুঝিয়ে আমাদের বিরুদ্ধে ক্ষেপিয়ে দিচ্ছে। তারা মানুষের মধ্যে মিথ্যা ও বিভ্রান্তকর কথা ছড়িয়ে দেওয়া হচ্ছে। তাদের বক্তব্য শুনে মনে হয় আমরা কাফের! কাফেরকেও এভাবে প্রমাণ ছাড়া বলতে পারে না। আব্দুল আউয়াল যে সমস্ত কথা বলছে সেগুলোর কী প্রমাণ আছে? যদি কোনো প্রমাণ থেকে থাকে তাহলে সেগুলো প্রকাশ করুক। আমরা দেখতে চাই।