আজ সোমবার, ১৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জেলা বিএনপির সাধারণ সম্পাদককে গ্রেফতারে সহ-সভাপতি আব্দুর তীব্র নিন্দা

আড়াইহাজার প্রতিনিধি:
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মঙ্গলবার বিএনপির পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালন কালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদকে পুলিশ আটক করায় জেলা বিএনপির সহ-সভাপতি লুৎফর রহমান আব্দুু তীব্র ও প্রতিবাদ জানিয়েছেন।
বুধবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি উল্লেখ্য করেন, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আপোষহীন নেত্রী ও গণতন্ত্র পুনরুদ্ধারের ‘মা’ বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়াকে কারাদন্ড দেয়া হয়েছে। এর প্রতিবাদে প্রেসক্লাবের সামনে পূর্বঘোষিত দলীয় বিক্ষোভ কর্মসূচি পালন করছিল বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এসময় অন্যায়ভাবে কোন প্রকার বিনা উস্কানিতে জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মামুন মাহমুদসহ আরও অনেক নেতাকর্মীকে নারায়ণগঞ্জ মডেল থানার পুলিশ আটক করে। সারা দেশ আজ সরকারের কারাগারে পরিণত হয়ে গেছে। মত প্রকাশের সকল প্রকার অধীকার একের পর কেঁড়ে নিচ্ছে। কোথাও কথা বলার সুযোগ দিচ্ছে না। বিরোধী মতকে ধমাতে স্বৈরাচারি শেখ হাসিনার সরকার বিএনপির নেতাকর্মীদের ওপর পুলিশ লেলিয়ে দিচ্ছে। তিনি তাতে আরও উল্লেখ্য করেছেন, অধ্যাপক মামুন মাহমুদসহ বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তির জোরদাবী জানাচ্ছি।