নিজস্ব প্রতিবেদক:
বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি সাধারন সম্পাদকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে দলীয় সূত্রে জানা। সভাপতি আবদুল রশিদ ও সাধারন সম্পাদক আবেদ খানের নেতৃত্বে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন করার জন্য তাদের বই দেয় কেন্দ্র কিন্তু আবদুল রশিদ ও আবেদ খান এখন প্রর্যন্ত আওয়ামীলীগের নতুন সদস্য ও নবায়নকৃত সদস্য না করার কারনে বন্দর থানা আওয়ামীলীগের তৃনমূল নেতাকর্মীরা তাদের উপর ফুসলে উঠেছে যে কোন সময় ঘটতে পারে দূর্ঘটনা।
বন্দর থানা আওয়ামীলীগের এক নেতা বলেন, সভাপতি আবদুল রশিদ ও সাধারন সম্পাদক আবেদ খান মিলে নিজেদের মধ্যে বা নিজেদের ব্যক্তিগত মানুষদের সদস্য করে নিয়েছে তার অভিযোগ। ঐ আওয়ামীলীগ নেতা আরো বলেন, নিয়ম রয়েছে দলীয় কার্যালয়ে জেলা সভাপতি অথবা সাধারন সম্পাদকে প্রধান অতিথি করে সদস্য সংগ্রহ বই বিতরন করবেন অথবা নিজেরাও উক্ত কাজ গুলি করে নিতে পারেন নেতাকর্মীদের নিয়ে। বন্দর থানা আওয়ামীলীগের নেতা আরো বলেন, সভাপতি আবদুল রশিদ ও সাধারন সম্পাদক আবেদ খানের বিরুদ্ধে অনেক দিন ধরেই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে।
ঐ আওয়ামীলীগ নেতা আরো বলেন, নিজ দলের জন্য কাজ না করে মহাজোটের এক দলের জন্য নিজেদেরকে উৎসর্গ করে দেওয়া সহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত তারা। বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি আবদুল রশিদ ও সাধারন সম্পাদক আবেদ খানের ব্যাপারে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তদন্ত্র সাপেক্ষে জেলা সভাপতি আবদুল হাই ও সাধারন সম্পাদক আবু হাসনাত মো: শহিদ বাদলের সুদৃষ্টি কামনা করছেন যেন নির্বাচনের আগেই বন্দর থানা আওয়ামীলীগের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনা।