নিজস্ব প্রতিবেদক:
দৈনিক সংবাদচর্চা, শুধুমাত্র একটি পত্রিকার নাম নয় ‘‘সত্য প্রকাশে প্রতিদিন এক সংগ্রামের নাম। হ্যা, এমনটাই মনে করেন নারায়ণগঞ্জ এর একজন সাধারণ মানুষ। যার নাম মো: আবদুল মান্নান (৬৫)। ১৯৫৩ সালে ওনার জন্ম, বাড়ি শহরের মিশনপাড়া এলাকায়। হকার্স মার্কেটের শুরু থেকেই তিনি ব্যবসা করেন ফুটপাতে। উনি নারায়ণগঞ্জ মহানগর জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক এটিএম কামালের খুব কাছের একজন বন্ধু।
নগরীর ফুটপাতের রাস্তা ধরে হাটতে হাটতে সরজমিনে রবিবার (২১ অক্টোবর) চাষাড়া মোড়ে হঠাৎ চোখে পড়ল, একজন বয়স্ক মানুষ নারায়ণগঞ্জের দৈনিক সংবাদচর্চা প্রত্রিকাটি নিখুত ভাবে দেখছে, আর বিড় বিড় করে পড়ছে।
জিজ্ঞেস করলাম কী দেখছেন চাচাঁ। না মানে খুব নিখুত ভাবে পড়ছেন তো তাই জিজ্ঞেস করলাম। প্রতুত্তরে আবদুল মান্নান, হ বাজান। পেপার পরতাছি। ভালোই লাগে এই পেপারটা। প্রতিদিনই পরি আমি। আজকের তে না, ওনেক আগের থেইকাই পড়ি। শুধুমাত্র এই পত্রিকাটাই ভালো লাগে আমার।
ভালো লাগার কারণ জানতে চাইলে তিনি আরও বলেন, আসলে কত পত্রিকাই তো শহরে বিক্রী হয়। কিন্তু মানসম্মত পত্রিকা তো চোখে পরে না। লেখার ধরণ দেখলেই বোঝা যায়, কোনডা কেমন। শুধু এই পত্রিকার লেখা গুলাই আমার ভালো লাগে। প্রতিদিন বিভিন্ন রকমের খবর ছাপায় তো। কথার মাঝে হঠাৎ ই বলে ফেললেন, তুমি কে বাজান? এত কথা জিগাইতাছো।
প্রতুত্ত্যরে, চাচাঁ শুনে খুব ভালো লাগলো। আমি তেমন কেউ না, যেই পত্রিকাটা আপনি পড়ছেন আমি সেই পত্রিকারই একজন প্রতিনিধি। আজ নিজেকে ধন্য মনে হচ্ছে। ধন্যবাদ আপনাকে। আপনার একটা ছবি তুলে নিয়ে যাই, আমার সাথে যেই কথাগুলা বললেন আর আপনার ছবিটা, কালকে আপানার প্রিয় দৈনিক সংবাদচর্চা পত্রিকায় ছাপা হবে।
আবদুল মান্নান (খুশি খুশি মুখে) বললেন, ‘সত্যি বাবা? আচ্ছা ঠিকাছে আশায় থাকলাম, কালকের পত্রিকার লেইগা। যদি আসে তাইলে আমি নিজে অনেকগুলা পেপার কিইন্না হকার্স মার্কেটের সবাইরে বিলাইয়া দিমু। অনেক দোয়া রইলো আপনেগো লেইগা। আগে যেমন লেখতেন, আগামীতেও সবসময় সত্যি কথা লেখার চেষ্টা করবেন। আপনারাই তো জাতির বিবেক।’