আজ শুক্রবার, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কাল দশম জাতীয় সংসদের শেষ অধিবেশন, অংশ নেবেন না.গঞ্জের ৬ এমপি

কাল দশম জাতীয়

কাল দশম জাতীয়

সংবাদচর্চা রিপোর্ট:

আগামী কাল ২১ শে অক্টোবর  দশম জাতীয় সংসদের শেষ অধিবেশনে বসবে। অধিবেশনে অংশ নেবেন সংরক্ষিত নারী আসনের এমপি সহ  নারায়ণগঞ্জের ৬ জন  সংসদ সদস্য। এরমধ্যে নারায়ণগঞ্জ ১ (রূপগঞ্জ) আসনের গোলাম দস্তগীর গাজী ভোটের মাধ্যমে এমপি নির্বাচিত হন।  শামীম ওসমান, নজরুল ইসলাম বাবু, লিয়াকত হোসেন খোকা বিনা ভোটে ২০১৪ সালের ৫ জানুয়ারী  এমপি নির্বাচিত হন।। সেলিম ওসমান ২০১৪ সালের ২৩ জুন উপনির্বাচনে নির্বাচিত। এড. হোসনে আরা বাবলী সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য।

জানা গেছে, বর্তমান সরকারের চলতি মেয়াদের শেষ অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে কাল। দশম জাতীয় সংসদের ২৩তম অধিবেশনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকাল সাড়ে ৪টায় সংসদের বৈঠক শুরুর কথা রয়েছে। দশম সংসদের সর্বশেষ এই অধিবেশন ৪ থেকে ৫ দিন চলতে পারে। সংসদ অধিবেশন শুরুর আগে অনুষ্ঠেয় সংসদের কার্যউপদেষ্টার বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত ৪ অক্টোবর তার সাংবিধানিক ক্ষমতাবলে সংসদের এ অধিবেশন আহ্বান করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান বর্তমানে ওমরাহ পালনে সৌদী আরবে অবস্থান করছেন। বাকী ৫ সংসদ সদস্য দেশেই আছেন। তারা শেষ অধিবেশনে যোগদান করবেন বলে জানা গেছে। এমপি সেলিম ওসমানও দেশে ফিরে শেষ অধিবেশনে যোগ দিবেন।

প্রসঙ্গত, আগামী ৩১ অক্টোবর থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষণ গণনা শুরু হবে। সংবিধানে জাতীয় সংসদের একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন ডাকার বাধ্যবাধকতা আছে। কিন্তু নির্বাচনের আগের ৯০ দিনের ক্ষেত্রে এর বাধ্যবাধকতা নেই। সর্বশেষ এই অধিবেশনে নির্বাচনকালীন সরকার গঠনসহ গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত গ্রহন করা হবে। এরপরই দশম সংসদের এই অধিবেশনের সমাপ্তি হবে।